নিজস্ব সংবাদদাতা, নদীয়া আবার বাংলাদেশে মাদক পাচার করতে গিয়ে পুলিশের জালে এক যুবক।ধৃত যুবকের নাম বিশ্বজিৎ ভুমিজ(৩৪)।
রবিবার রাতে নদীয়ার পূর্ন নগর ওএনজিসি এলাকা থেকে ৩৪ বোতল ফেন্সিডিল সহ ওই যুবককে গ্রেফতার করে ধানতলা থানার পুলিশ।সূত্রের খবর,গত কয়েক মাস যাবত সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেন্সিডিল নামক মাদক পাচারকারীদের দাপট বাড়ার খবরে লাগাতার একের পর এক অভিযান চালাচ্ছে ধানতলা থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর,রবিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করে ধানতলা থানার পুলিশ।সোমবার ধৃতকে কৃষ্ণনগর আদালতে তোলা হবে।