নিজস্ব সংবাদদাতা : রাজ্যে গনতন্ত্র কোথায় ? প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় ।
রবিবার আসানসোলে প্রধান মন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান সম্প্রচার অনুষ্ঠানে এসে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় শাসকদলের তৃণমূল নামকে টিএমসির বদলে টিএম ছিঃ বলে কটাক্ষ করে বলেন, ” দুর্গাপুরে আমাদের জেলা সভাপতি লক্ষণ ঘড়ূইয়ের আক্রান্ত হওয়ার পেছনে আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে সরাসরি দায়ী ৷”
অন্যদিকে তিনি দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভার অনুমতি পেতে দেরি হওয়াকে কেন্দ্র করেও তৃণমূলকে দায়ী করেণ ৷ সব মিলিয়ে তিনি বলেন পশ্চিমবঙ্গে যেভাবে গণতন্ত্রের হত্যা হচ্ছে ও বিরোধীদের কন্ঠরোধ করার চেষ্টা চলছে তা দেশের অন্যকোনো রাজ্যে নেই ৷
এদিন আসানসোলের ডুরাণ্ড ইনস্টিটিউটে(বিবেকানন্দ ইনস্টিটিউ) প্রধান মন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনানোর আয়োজন করা হয় ৷ প্রধান মন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে এদিন বেশিরভাগ অংশজুড়ে ছিলো নেতাজী ও কবিগুরু রবীন্দ্রনাথের বন্দনা ৷
এদিনের অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ছাড়াও পূর্বরেলের আসানসোল বিভাগের ডিআরএম পি কে মিশ্রা সহ অন্যান্য আধিকারিক বৃন্দ উপস্থিত ছিলেন ৷