নিজস্ব প্রতিনিধি: পূর্ব বর্ধমানের রাধাকান্তপুরে ধান বোঝাই লরি পালটি খেয়ে চাপা পড়ল ৫ জন ছাত্রছাত্রী। অভিযোগ ; পুলিশের তাড়া খেয়েই এ ঘটনা। প্রতিবাদে পথ-অবরোধ স্থানীয় বাসিন্দারা লরি ও পুলিশের দুটি ভ্যানে আগুন লাগান।
বর্ধমান সাতগেছিয়া রোডে রাধাকান্তপুর স্কুলে প্রতিদিনের মত পড়ুয়ারা যাচ্ছিল। আচমকা সাতগেছিয়ার দিক থেকে ধান বোঝাই লরি পালটি খায়।
অভিযোগ পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে লরিটি নিয়ন্ত্রণ হারায়। লরিটিতে থাকা ধান চাপা পড়ে যায় ৫ জন ছাত্রছাত্রী। স্থানীয়ারা তাদের উদ্ধার করেন। এরপর সাতগেছিয়া রোড অবরোধ করেন স্থানীয় মানুষেরা।