নিজস্ব প্রতিনিধি : আজ দুপুরে একটি পাট বোঝাই লড়িতে বিদ্যুৎতের তার লেগে যাওয়ায় লড়িটিতে আগুন ধরে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার রামগঞ্জ বাজার এলাকার ।
প্রথমে স্থানীয় মানুষেরা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন।
জানা গিয়েছে, রবিবার দুপুর ২টা নাগাদ রামগঞ্জ বাজার এলাকার একটি গোডাউন থেকে পাট বোঝাই করে লড়িটি নেপালে যাচ্ছিল। লড়িটি রামগঞ্জ এলাকার থেকে বের হতেই বিদ্যুৎতের তারের সাথে লেগে গিয়ে আচমকাই আগুন লেগে যায়।
লড়ির চালক সেটা বুঝতে পেরে জীবনের ঝুঁকি নিয়ে লড়িটিকে চালিয়ে একটি ফাঁকা জায়গায় নিয়ে যান। স্থানীয় মানুষেরা আগুন নেবানোর চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ ও দমকল বাহিনীর দুটি ইঞ্জিন।
দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রনে আনে। প্রায় আট লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।