মদনমোহন সামন্ত, যাদবপুর, কলকাতা, 13 মার্চ 2019 : “দেশপ্রেম “কে হাতিয়ার করে আরএসএস-বিজেপি-সংঘ পরিবারের বিদ্বেষ প্রচার ও মানুষের মত প্রকাশের অধিকারের উপর আক্রমণের বিরুদ্ধে আজ যাদবপুর 8বি বাস টার্মিনাস থেকে ঢাকুরিয়া পর্যন্ত একটি পদযাত্রা হল।

এ পি ডি আর, এ আই পি এফ, টি ইউ সি এল, ইউ এস ডি এফ, এ আই সি সি টি ইউ, বন্দীমুক্তি কমিটি সহ আরো 17 টি গণসংগঠন এই পদযাত্রাটির আয়োজন করে ।

মানুষের মধ্যে বিভেদ সৃষ্টিকারী আরএসএস-বিজেপি-সংঘ পরিবারের চক্রান্ত ব্যর্থ করার জন্য এবং দেশপ্রেম সম্পর্কে ভিন্নমতের অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে কাশ্মীরি জনগণের উপর রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করার দাবি, বহুজাতিক এর মুনাফার জন্য ভারত পাকিস্তানের জনগণের উপর যুদ্ধ না চাপানোর দাবি, কাজের দাবিতে, যুদ্ধ জিগির বন্ধ করার দাবিতে, মত প্রকাশের স্বাধীনতার উপর কেন্দ্র ও রাজ্যের হস্তক্ষেপ বন্ধের জন্য, গণতান্ত্রিক অধিকার আন্দোলনের বন্দী কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে, কাশ্মীর সমস্যার রাজনৈতিক সমাধানের দাবিতে এই মিছিলটি সংগঠিত হয়। যাদবপুর থেকে মিছিল গড়িয়াহাট যাওয়ার কথা থাকলেও ঢাকুরিয়াতে তারা পদযাত্রা শেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বক্তব্য পেশের কর্মসূচি পালন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here