মদনমোহন সামন্ত : রাজ্য সরকারের ঢালাও মদের দোকানের লাইসেন্স দেওয়া এবং ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে “অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন”-এর রাজ্য কমিটি হাজরা মোড় থেকে রবীন্দ্রসদন পর্যন্ত সহস্রাধিক মহিলাদের নিয়ে প্রতিবাদী মিছিল করল।

শনিবার মিছিল শুরুর আগে হাজরার আশুতোষ মেমোরিয়াল হলে তাঁরা একটি গণকনভেনশনের আয়োজন করেন।

  • গণকনভেনশনটিতে বক্তব্য রাখেন আইনজীবী পার্থসারথি সেনগুপ্ত, অধ্যাপিকা মালবিকা মিশ্র, অধ্যাপিকা আফরোজা খাতুন, ছায়া মুখোপাধ্যায়, সুজাতা বন্দ্যোপাধ্যায়, কল্পনা দত্ত প্রমুখ ।

মিছিলে প্রতিবাদী পোস্টারে ছিল নারী নির্যাতন, নারী ধর্ষণ, নারী পাচার , গণমাধ্যমে অশ্লীলতা এবং মদ্যপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here