সন্তু দত্ত : পূর্ব বর্ধমান জেলার রায়না 2 ব্লকের উচালন মহামেডান ক্লাবের পরিচালনায় বর্ধমান লায়ন্স ক্লাবের উদ্যোগ এ বিনা ব্যায়ে চক্ষু পরীক্ষা শিবির করা হল।
সাথে সাথে মধূমেহ রোগ নির্ণয় শিবির করা হয়। উদ্যোগ তারা জানায় শুধু এটাই নয় সারা বছর ধরেই বিভিন্ন জনকল্যাণ মূলক কাজ করা হয়ে থাকে ক্লাবের পক্ষ থেকে।