মদনমোহন সামন্ত , নিরঞ্জন সদন : “একজোট হয়েছেন শিল্পীরা… যুদ্ধবাজদের বিরুদ্ধে ! ” মানুষের যখন স্বাস্থ্য, শিক্ষা , খাদ্য এবং কাজের সুরক্ষা দরকার তখন দেশজুড়ে হিংসা, জাতিবিদ্বেষ, যুদ্ধবাজদের হুংকারে শিল্পীরা উদ্বিগ্ন
দেশের মধ্যে বিভেদকামী শক্তির বিরুদ্ধে নানা পেশার মানুষদের সঙ্গে নিয়ে প্রতিরোধের ডাক দিয়েছেন শিল্পীরা। সেই প্রতিরোধে সামিল করতে চাই সবাইকে — এই ভাষাতেই এক সংগঠক জানালেন নিরঞ্জন সদনে একত্রিত হয়ে কেন তাঁরা তাঁদের স্বাধীন মতামত ব্যক্ত করছেন ।
এই সংগঠন “আর্টিস্টস ইউনাইটেড” দেশের অন্য অংশের মত কলকাতাতেও একজোট হয়েছেন নিরঞ্জন সদনে ছবি আঁকা, সাহিত্য পাঠ, কবিতা পাঠ , নাট্যাভিনয়, স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র এবং আলোচনাসভার মাধ্যমে প্রতিবাদ করতে।
সাহিত্য-চলচ্চিত্র-সংগীত-নাট্য জগত-সমাজকর্মী ছাড়াও তৃতীয় লিঙ্গের শ’দুয়েক মানুষজন এই প্রতিবাদে সামিল হয়েছেন। নিরঞ্জন সদনের প্রতিবাদী মঞ্চ থেকে এমনও রব উঠেছে যে, ‘ এখানে অংশগ্রহণকারী কাউকে যদি দেশদ্রোহী তকমা দিয়ে ধরে নিয়ে যাওয়া হয় তাহলে যে বা যারা ধরবেন তাদের বাড়ির সামনে সবাই দ্বিগুণ সংখ্যক মানুষ নিয়ে হাজির হব’ ।