নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: ক্লাসে পড়া না পারায় ছাত্রীদেরকে ঝাড়ু দিয়ে মারধর করার অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে।
শিক্ষকের মারে আহত হয়েছে ৫ ছাত্রী। আহতদের মধ্যে সোনালী সরকার নামে এক ছাত্রীর আঙুলে লেগেছে। এদিকে বিষয়টি জানাজানি হতেই শনিবার বালুরঘাট ব্লকের বড়কইল হাই স্কুলে বিক্ষোভ দেখাল অভিভাবক ও স্থানীয়রা গ্রামবাসীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পতিরাম ফাঁড়ির পুলিশ। পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি ও অভিযুক্ত শিক্ষক বিশ্বজিৎ মণ্ডল নিজের ভুল স্বীকার করে নেন।
গতকাল স্কুলে ঘটনাটি ঘটে। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস স্কুলের প্রধান শিক্ষক গৌরাঙ্গ দাসের। কিছু দিন আগে বড়কইল হাই স্কুলে সহ শিক্ষক হিসেবে কাজে যোগ দেন বিশ্বজিৎ মণ্ডল।