নিজস্ব প্রতিনিধি : চিতাবাঘের হানায় জখম এক চা বাগান শ্রমিক। ঘটনাটি ঘটেছে আজ দুপুরে আলিপুরদুয়ার জেলার রায়ডাক চা বাগানে । আজ দুপুরে বাগানের শ্রমিক কুলবির খালকোকে বাগানের 40 নং সেকশনে একটি চিতাবাঘ আক্রমণ করে ।
ওর চিৎকারে অন্যান্য শ্রমিকরা চলে আসলে চিতাবাঘটি চলে যায় । কুলবির খালকোকে আহত অবস্থায় প্রথমে রায়ডাক চা বাগান হাসপাতালে, ওখান থেকে যশোডাঙ্গা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসা জন্য।