নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার সকালে মেটেলি ব্লকের বরদিঘি বনবস্তি এলাকার যজ্ঞু মুন্ডার রান্নাঘরে ঢুকে ঘুমিয়ে পড়ল একটি চিতাবাঘ। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে । সকাল ছয়টা থেকে এভাবেই ঘুমিয়ে থাকার পর বেলা এগারোটা নাগাদ বনকর্মীরা এসে ঘুমপাড়ানি গুলি করে চিতাটিকে উদ্ধার করে নিয়ে যায়।
এদিকে পাশেই বরদিঘি বনবস্তি প্রাথমিক স্কুলেও চিতা নিয়ে আতঙ্কে রয়েছে স্কুলপড়ুয়া থেকে শুরু করে সকলেই। জানা গিয়েছে এদিন সকাল বেলা একটি চিতাবাঘ এলাকার একটি ছাগল শিকার করে খায়।
তার পর যজ্ঞু মুন্ডার বাড়ির রান্নাঘরে ঢুকে উনোনের পাশে ঘুমিয়ে পড়ে। সকালেই যজ্ঞুর স্ত্রী রান্নাঘরে ঢুকেই দেখে উনোনের পাশে চিতা দেখে ভয়ে পালিয়ে যায়। এলাকার বাসিন্দারা চিতা দেখার জন্য ভিড় জমায়। কিন্তু চিতাবাঘটি তবুও বেঘোরে ঘুমতে থাকে। এরপরই খুনিয়া রেঞ্জ, বরদিঘি বিটের,মেটেলি পুলিশ এসে ঘুমপাড়ানি গুলি করে উদ্ধার করে নিয়ে যায়।