নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিশ্বের সব চেয়ে বড় লেদার কমপ্লেক্স সেন্টার তৈরি হতে চলেছে কলকাতায়। আজ জমি বিলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিত মিত্র, জাভেদ খান, আলাপন বন্দ্যোপাধ্যায় ও বৈশালি ডালমিয়া মোট ২৮ জনকে জমির অফার লেটার দেওয়া হল।
লেদার কমপ্লেক্স বর্তমানে কাজ করছে তিন লাখ কর্মী , চামড়া পরিষ্কার করার ব্যবস্থা চারটি জায়গা অকেজা ছিল , বর্তমানে বাড়িয়ে মোট আটটি চামড়া পরিষ্কার জন্য জায়গা তৈরি করা হয়েছে।
মোট ৫৪০ কোটি টাকা লেদার কমপ্লেক্সের জন্য রাজ্যে সরকার দিচ্ছে। ইতালি থেকে ফ্রিতে মেশিন পাঠানো হচ্ছে। কমপ্লেক্সটি সম্পূর্ণ হলে চাকরি হবে ছয় থেকে সাত লাখ মানুষের ।