গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়া : দিনদুয়েক আগে কাটোয়া ১নং ব্লকের আলমপুর গ্রাম পঞ্চায়েতের গোশুম্বা গ্রামের দক্ষিণ পাড়ায় একটি পূর্ণবয়স্ক হনুমান কোনওকারণে ভীষণভাবে আহত হয়। তারপর কুকুরের আক্রমণে হনুমানটি আরও আহত হয়।
স্থানীয় গ্রামবাসীরা সেটিকে পাড়ার একটি ছোট মন্দিরে রেখে দেয় এবং সেবাশুশ্রূষা করে সুস্থ করে তোলার চেষ্টা করেন। রবিবার বিকালে বনদপ্তরকে খবর দেওয়া হয়।
সন্ধ্যা সাতটা নাগাদ বনদপ্তর এর কর্মীরা গোশুম্বা গ্রামে গাড়ি নিয়ে এসে পৌঁছায় এবং হনুমানটিকে খাঁচায় ভরে নিয়ে যায়।