সৌগত মন্ডল (রামপুরহাট-বীরভূম):- ৩০ শে জানুয়ারি রামপুরহাট সানঘাটা পাড়া মনসুবা রোডের পাশে ফাঁকা জমিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সভা অনুষ্ঠিত হবে।
আর এই সভার উদ্দেশ্যে রামপুরহাট সানঘাটা ব্রিজ সংলগ্ন ৭০-৭৫ বিঘা কৃষি জমি নষ্ট করে দেওয়া হয়েছে। জমির মালিকেরা জানান, সভার জন্য ধ্বংস করে দেওয়া হয়েছে জমি সেটা তাদের কে প্রশাসন জানানো দূরের কথা তাদের কে ক্ষতিপূরণ ও দেয়নি।
জমির ওপর পিচ দেওয়া রাস্তা কংক্রিটের রাস্তা ডাস্ট ভর্তি করে নষ্ট করে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে গতকাল সিপিএম এর ডাকে একটি প্রতিবাদ সভা হয় কিন্তু সেটি পুলিশ বন্ধ করে দেয়।
এই সভা বন্ধ করে দেওয়ার জন্য সাংবাদিকদের সামনে বিস্ফোরক রূপে আকার ধারণ করে বিস্ফোরক সম্পাদক মন্ডলীর সদস্য কমঃ সঞ্জীব বর্মন।