মদনমোহন সামন্ত, কালীঘাট, কলকাতা, 12 মার্চ 2019 : গত রবিবার বিকালে নয়াদিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার সুনিল অরোরা লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করার সঙ্গে সঙ্গে আদর্শ নির্বাচন বিধি লাগু হয়ে যায় ।
নির্বাচন বিধি মোতাবেক সরকারি বাড়িগুলোতে বা প্রকাশ্য জায়গাতে রাজনৈতিক নেতা-নেত্রীদের ছবি বা কোন সুযোগ -সুবিধা দেওয়া বিবরণ সম্বলিত কোন তথ্য দেওয়ার উপর বিধিনিষেধ রয়েছে।
বিধিনিষেধ থাকাতে বিভিন্ন রাজনৈতিক দলগুলির নেতা-নেত্রীদের ছবিসহ পোস্টার , ব্যানার, হোর্ডিং মহানগরে বিভিন্ন জায়গায় এখনও যেমন রয়েছে, তেমনই বিভিন্ন জায়গাতে হোর্ডিং, ব্যানার খোলার কাজও শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার দুপুরে হাজরা রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত হোর্ডিং খোলার কাজ নজরে পড়ল ।