নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের আক্রমণে নিহত বীর সিআরপিএফ জওয়ানদের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানায় প্রদেশ কংগ্রেস ছাত্র পরিষদ।
আশুতোষ চ্যাটার্জির নেতৃত্বে দক্ষিণ কলকাতার ত্রিকোণ পার্ক থেকে গড়িয়াহাট মোড় পর্যন্ত এক প্রতিবাদ মিছিল বের হয় রবিবার বিকালে।
মিছিলটি গড়িয়াহাট পৌঁছালে তাঁরা গড়িয়াহাট মোড় অবরোধ করেন এবং মানববন্ধন শেষে আতঙ্কবাদীদের কুশপুতুল পোড়ান।