নিজস্ব প্রতিনিধি: আর কয়েকটি মাত্র ঘন্টা বাকি । মেঘালয়ের রাজধানী শিলং-এর ওপর চোখ থাকবে সারা দেশের। সেখানে সিবিআই-র দুঁদে অফিসারদের মুখোমুখি হতে চলেছেন কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার।
শোনা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষকে সামনে বসিয়ে জেরা করা হবে রাজীব কুমারকে। কতদিন চলবে এই জেরা তা জানা যায়নি ।
কলকাতার সিবিআই অফিসারা তো জেরা করবেনই, সেই সঙ্গে দিল্লি থেকে আসা অফিসাররাও কলকাতার পুলিশ প্রধানকে জিজ্ঞাসাবাদ করবেন।
দু’টি দলই জিজ্ঞাসাবাদের পরে আলাদা করে শীর্ষ কর্তাদের রিপোর্ট দেবেন। কুণাল ঘোষকেও শিলংয়ে ডাকা হয়েছে।
তিনিও রাজ্য পুলিশের অফিসারদের বিরুদ্ধে নথিপত্র নষ্ট করার অভিযোগ করেছিলেন। তাই সিবিআই কুণালকে সামনে বসিয়ে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে পারে।