কুলটি থানার অন্তর্গত লছিপুরের দিশা যৌন পল্লীতে রবিবার রাতে অবৈধ পার্কিং রেট ও দালাল চক্রের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় যৌনকর্মীরা ।

যৌনকর্মীদের দাবি , যৌনপল্লীকে কেন্দ্র করে থাকা পার্কিং এলাকাগুলিতে গাড়ি রাখার ক্ষেত্রে অন্যাহ্য হারে রেট বাড়ানো হয়েছে ৷ পাশাপাশি দালাল রাজে বেশিরভাগ যৌনকর্মী তাদের গ্রাহক থেকে বঞ্চিত হচ্ছে ৷

একই সাথে পুরসভা থেকে রাত্রি ১২ টা পর্যন্ত যৌনপল্লী খোলা রাখার নির্দেশিকায় গ্রাহক এলাকায় পৌঁছাতে চাইছেনা ৷ বাইরে থেকে ক্রেতা ডেকে আনার চেষ্টা হলেও তারা যৌনপল্লীতে পৌঁছাতে রাজি হচ্ছেনা ৷

সব মিলিয়ে যৌনকর্মীদের রোজগারে ভাটা পড়েছে ৷ এরই প্রতিবাদে রবিবার রাতে তারা বিক্ষোভে শামিল হয় ৷ শেষ পর্যন্ত স্থানীয় পুলিশ প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ উঠে যায় ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here