গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়াঃ পূর্ব-বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের মাটি,কৃষি,উদ্যান পালন,মৎস্য, খাদ্য, কৃষি বিপণন,সমবায় ও প্রাণী সম্পদ মেলা শুরু হয়েছে সোমবার কাটোয়ার জগদানন্দপুর রাধাগোবিন্দ মাঠে।
আজ মঙ্গলবার মেলার দ্বিতীয় দিন।মেলা চলবে বুধবার পর্যন্ত।দ্বিতীয় দিনে কৃষি বিষয়ক ও কৃষি বিপণন আলোচনা সভা অনুষ্ঠিত হয়।রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে মানুষ মেলায় উপস্থিত হয়েছেন।উপস্থিত ছিলেন কাটোয়া মহকুমার সহ কৃষি
অধিকর্তা(প্রশাসন)আশিষকুমার বারুই,কাটোয়া মহকুমার সহ কৃষি অধিকর্তা (বিষয়বস্তু)চন্দন দাস,কাটোয়া মহকুমার সহ কৃষি
অধিকর্তা(বিষয়বস্তু)বিপদভঞ্জন দাস,কাটোয়া মহকুমার সহ কৃষি বিপণন আধিকারিক স্বপনকুমার দাস,কাটোয়া ২নং ব্লকের সহ কৃষি অধিকর্তা সুমনা মণ্ডল,জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জাগু
প্রধান,পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ অম্বিকা ঘোষ,পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ রফিকুল ইসলাম, পঞ্চায়েত সমিতির সদস্য সুব্রত মজুমদার সহ প্রমুখ।