নিজস্ব প্রতিনিধি : গড়বেতা ৩নং ব্লকের মাটি, কৃষি, মেলা সাতবাকুড়া গ্রাম পঞ্চায়েতের মাঠে  । উপস্থিত ছিলেন উত্তরা সিংহ,আকাশদীপ সিংহ,বিডিও অভিজিত চৌধুরি,এডিও অনুপ সামন্ত ও উপকৃষি অধিকর্তা প্রভাত বসু।

তিন দিন  চলবে বলে জানিয়েছেন অনুপ বাবু।এই মেলাকে ঘিরে কৃষকদের আগ্রহ চোখে পড়ার মতো।

এই অনুসঠানে প্রায় ১২০জন কৃষকের হাতে কিষান ক্রেডিট কার্ড প্রদান করা হয় ও ১০০জন কৃষককে আধুনিক কৃষি সরঞ্জাম বিতরন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here