মদনমোহন সামন্ত: শনিবার দুপুরের বারবেলায় কলকাতার বুকে প্রায় এক কোটি টাকার জাল নোট হাত বদল করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়লো তিনজন।
মালদহের বাসিন্দা দীপক মন্ডল এবং জয় মন্ডল এর কাছ থেকে উদ্ধার হয়েছে আট লক্ষ টাকার জাল নোট । এদের দুই জনকে ধরা হয়েছে চাঁদনিচক এলাকা থেকে।
এর কিছুক্ষণের মধ্যে নিউ মার্কেট এলাকা থেকে তালতলার বাসিন্দা ওয়াসিম-কে ধরা হয় 87 লক্ষ 50 হাজার টাকার জাল নোটসহ। মূলচক্রীকে ধরার জন্য পুলিশ ধৃতদের জেরা করছে।