নিজস্ব প্রতিনিধি : বিজেপি পক্ষ মঙ্গলবার  সন্ধ‍্যায় আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে বিভিন্ন অঞ্চলে কোমলজ‍্যোতি অনুষ্ঠান আয়োজন করা হয় ।

কালচিনি ব্লকের মালঙ্গী, সাঁতালি, মেন্দাবাড়ি, হ‍্যামিলণ্টণগঞ্জ সহ কালচিনি ব্লকের এগারোটি গ্ৰাম পঞ্চায়েত এলাকায় এই কমলজ‍্যোতি অনুষ্ঠান আয়োজিত হয় ।

এই বিষয়ে বিজেপি আলিপুরদুয়ার জেলা সম্পাদক বীরেন্দ্র বারা জানান যে 11 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ পর্যন্ত  সারা দেশব‍্যাপী বিজেপি পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে তারমধ‍্যে একটি হল কমলজ‍্যোতি ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here