বিশেষ প্রতিনিধি : কলকাতা থেকে নিউ জলপাইগুড়ির ট্রেন যাত্রার সময় কমছে। আগামী তিন বছরের মধ্যে কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি যেতে সময় লাগবে মাত্র ছয় ঘন্টার কিছু বেশি। না নতুন রেল পথে নয়, পুরনো রেলপথ সাজতে চলেছে নব রূপে। এ রেলপথের অনেক টা অংশ বাংলাদেশের ভেতর দিয়ে।
১৯৬৫ সালের আগে এ পথে রেল যোগাযোগ ছিল।ভারতীয় রেল মন্ত্রক সূত্র ধরে এক এক সর্বভারতীয় দৈনিক এই খবর করেছে।
জানাগিয়েছে, শিয়ালদা থেকে পেট্রাপোল- বেনাপোল সীমান্ত পেরিয়ে ট্রেন বাংলাদেশে ঢুকবে। ও দেশের নীলফামারী, চিলাহাটি হয়ে কোচবিহারের হলদিবাড়ি সীমান্ত দিয়ে এ দেশে প্রবেশ করবে।
তারপর জলপাইগুড়ি স্টেশন হয়ে পৌঁছে যাবে নিউ জলপাইগুড়ি বা এন জে পি স্টেশনে।
রেল মন্ত্রী থাকা কালীন মমতা ব্যানার্জী এ রেল পথের উদ্যাগ নিয়েছিলেন।
হলদিবাড়িতে রেলেপথের পরিকাঠামো জন্য ১১ কটি টাকা বরাদ্দ করেছিল ভারতীয় রেল। সম্প্রতি আরও ৩১ কোটি টাকা অনুমোদন হয়েছে। অপরদিকে বাংলাদেশের চিলাহাটি থেকে হলদিবাড়ি সীমান্ত অবধি রেল পথে জন্য সে দেশের সরকার ৮০.১৭ কোটি টাকা অনুমোদন করেছে।
জানা গেছে ২০২১ এই রেলপথে কলকাতার সাথে উত্তরবঙ্গের যোগাযোগ শুরু হবে।