নিজস্ব প্রতিবেদক:জামালপুর 1 নং গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কৃষ্ণচন্দ্রপুর শ্মশান সংলগ্ন এলাকায় কঠিন ও তরল বর্জ্র নিষ্কাশন ব্যবস্থাপনা ব্যাবস্থার উধবোধন করা হলো।
উধবোধন করলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান ও প্রাক্তন বিধায়ক তথা বিশিষ্ট সমাজসেবী উজ্জ্বল প্রামানিক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার ডি সি তাপস মুখার্জি জামালপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক আনন্দমোহন গড়াই।
জামালপুর 1 নং পঞ্চায়েতের প্রধান ডলি নন্দী উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল সহ পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যরা।
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায় 2016 সালে তৎকালীন বিধায়ক মাননীয় উজ্জ্বল প্রামানিক মহাশয় এই প্রকল্পটির শিল্যান্যাস করেছিলেন।
উজ্জ্বল প্রামানিক বলেন তাঁর ভাতৃসম এই উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল এই কমাসে যেভাবে কাজ করছেন তাতে তিনি সন্তোষ প্রকাশ করেন। এবং তাঁর হাতে শিল্যান্যাস হওয়া এই প্রকল্প বাস্তবায়ন করার জন্য তাঁকে ধন্যবাদ জানান।এই বর্জ্র ব্যাবস্থাপনা চালু হওয়ার ফলে এলাকায় পরিবেশ দূষণ অনেক কম হবে ।
পঞ্চায়েতের সবগ্রামের বর্জ্র এইখানে নিয়ে আসা হবে। যারফলে গ্রামগুলোও অনেক দূষণ মুক্ত হবে।