নিজস্ব প্রতিবেদক :(রামপুরহাট-বীরভূম)  গতকাল বিকেলে রাজনগরের গাংমুড়ি অঞ্চলের রানীগ্রামের পাশে আজিমনগর জঙ্গল থেকে উদ্ধার হল ৬ ফুটের এক অজগর।

রবিবার বিকেলে স্থানীয়রা অজগরটিকে রাস্তা পার হতে দেখে। খবর টি চারিদিকে চাউর হতেই সাপটি কে দেখতে ভীড় জমতে থাকে।

ঘটনাস্থলে বনদপ্তরের কর্মীরা পৌঁছায়,তারাই অজগর টি উদ্ধার করে নিয়ে যায় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here