নিজস্ব প্রতিবেদক :তারাপীঠ-বীরভূম :তন্তসাধনার পীঠ, বীরভূমের তারাপীঠে ,প্রধান রাস্তা ও দ্বারকা নদীর ব্রিজ সংলগ্ন একটি ইলেকট্রিকের ট্রান্সফরমা ছিল বহুদিন ধরে।
দ্বারকা নদীর দু-ধার বাঁধার জন্য মাটি খোঁরা হয়েছিল। ট্রান্সফরমারের পোলগুলির নিচে, মাটি খোঁরার কারণে পোলগুলি নরবরে হয়েযায়, যার ফলে ইলেকট্রিক ট্রান্সফরমাটি নদীর দিকে অনেকটাই ঝুঁকে পড়ে। আশ্বঙ্কাজনক অবস্থাদেখে, তৎক্ষণাৎ বিদ্যুৎবিভাগের কর্মীদেরকে জানানো হয়। কিছুক্ষনের মধ্যে বিদ্যুৎকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেযান এবং তড়িঘড়ি কাজ শুরু করেন।
চারিদিকে বিদ্যুতের তার ছিড়েঁ পড়ে, ফলে এলাকায় একটি ভয়াবহ পরিবেশের সৃষ্টি হয়েছিল। ঘটনাস্থলে একটি ক্রেন আনাহয়।
অবশেষে বিদ্যুৎকর্মীদের সহযোগীতায় পরিস্থিতি নিয়ন্তনে আনে। সেরকম কিছু ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষন রাস্তাঘাটে যানযটের সৃষ্টি হয়, পরে তা সাধারণ হয়েযায়।