নিজস্ব প্রতিনিধি : এমনটাই খবর মিলছে সূত্র মারফত। আগামী ৩ জুন শেষ হচ্ছে বর্তমান লোকসভার মেয়াদ।
তাই এখন থেকেই আসন্ন লোকসভা ভোটের দিনক্ষণ ঠিক করতে দফায় দফায় বৈঠক করছে নির্বাচন কমিশন। নির্ভরযোগ্য সূত্রের খবর, আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহেই লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে।
তবে এখনও ভোটের দিন নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্তই হয়নি বলেই জানিয়েছেন কমিশনের মুখপাত্র। শুধু প্রাথমিক আলাপ আলোচনা চলছে।
এদিকে, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিকিম ও অরুণাচল প্রদেশের বিধানসভার মেয়াদও শেষ হচ্ছে আগামী মে-জুন মাসে।
সেক্ষেত্রে ওই রাজ্যগুলিতে লোকসভা ভোটের সঙ্গেই বিধানসভা নির্বাচন করা যায় কি না, তা নিয়েও চিন্তাভাবনা করছে কমিশন। মতবিনিময় চলছে নির্বাচন কমিশনের কর্তাদের মধ্যে।
অন্যদিকে, গত বছর নভেম্বর মাসেই জম্মু ও কাশ্মীর বিধানসভা ভেঙে দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী ৬ মাসের মধ্যে সেখানেও নির্বাচন করতে হবে। সেই সময়সীমা শেষ হচ্ছে আগামী মে মাসে। ফলে সেখানেও লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা ভোট করা হতে পারে।
আপাতত ক’দফায় ভোট হবে, কোন মাসেই বা তা হবে, সেই বিষয়গুলি বিবেচনা করছে কমিশন। ২০১৪ সালে ৫ মার্চ ভোটের দিনক্ষণ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। ৯ দফায় হয়েছিল ভোট।