নিজস্ব প্রতিনিধি :আগুন নেভাতে ঘটনাস্থলে দমকলের 19 ইঞ্জিন আনা হয়েছে। পাশাপাশি আনা হয়েছে হাইড্রোলিক ল্যাডার।
প্রায় আট ঘন্টা কেটে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় নি। এর জেরে বহুতলের অধিকাংশ পুড়ে ছাই হয়ে গিয়েছে।
গড়িয়াহাটের রাস্তা একাংশ বন্ধ হয়ে রয়েছে। এর ফলে সাধারণ মানুষের যাতায়াতে অসুবিধার সৃষ্টি হয়েছে।জানা গিয়েছে, শনিবার রাতে ১ টা নাগাদ বহুতলের নিচে একটি কাপড়ের দোকান থেকে আগুন লাগে। সাথে সাথে আগুন ছড়িয়ে পড়ে গোটা বহুতলে ।
তাড়াতাড়ি বহুতলের বাসিন্দাদের বাইরে বের করে আনা হয়। পরে দমকল বাহিনীকে খবর দিলে ঘটনাস্থলে দমকলের ১২ টি ইঞ্জিন পৌঁছয়। আগুন নেভাতে দোকানের শাটার কাঁটা হয়। কিন্তু তাতেও আগুন না নিভলে দমকলের আরও ৭ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।
ওই ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু ওই আগুনে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।
দমকল বাহিনী প্রাথমিক ভাবে অনুমান করছে, ফুটপথের ফিডার বাক্স থেকে আগুন ওই আগুন লেগেছে