সৌভিক ভট্টাচার্য্য , নদীয়া : – অটো চালককে মারধরের প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করলো অটো চালকরা। ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় অটো চালকরা।

নদিয়ার শান্তিপুরের মালঞ্চ বকুলতলা এলাকার ঘটনা। সূত্রের খবর, বুধবার সকালে আচমকা হাসানুর শেখ নামে এক অটো চালককে বেধড়ক মারধর করে কয়েকজন টোটো চালক।

তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ার কারণে তাকে কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আর তারই প্রতিবাদ জানিয়ে আজ শান্তিপুর থেকে কালনা ঘাট রোড অবরোধ করেন প্রায় ৩০ থেকে ৩৫ জন অটোচালক।

অটো স্ট্যান্ড এর সম্পাদক সুখেন হাজারী অভিযোগ করেন, এর আগেও একাধিকবার শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। থানা থেকে ও স্থানীয় নেতাদের নিয়ে মীমাংসা করে আমাদের নির্দিষ্ট একটি জায়গা করে দিয়েছিলেন। অভিযোগ, সেই নির্দিষ্ট জায়গায় অটো চালকরা থাকলেও গায়ের জোর দেখিয়ে টোটো চালকরা নিত্যদিন তাদের উপর অত্যাচার চালায় এবং অটো যাতে কালনা ঘাট পর্যন্ত না যেতে পারে সে কারণেই একাধিকবার হুমকিও দেয়। অভিযোগ, একাধিকবার টোটো চালকদের পক্ষ থেকে অটো চালকদের মারধর করা হয় এবং হাজার টাকা করে চাঁদা দিতে বলা হয়।

আজ তারই প্রতিবাদে রাস্তা অবরোধ করে অটো সংগঠনের কর্মীরা। ঘটনাস্থলে খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে তারা। যদিও গোটা ঘটনার তদন্তের আশ্বাস এ অবরোধ তুলে নেওয়া হয়। অটো চালক ইউনিয়ন এর পক্ষ থেকে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।তারা এও বলেন, পুলিশ যদি এর একটা বিহীত না করে তাহলে আমরা শান্তিপুরের সর্বত্র অটো উনিয়ানের সদস্যরা আরো বড় সর আন্দোলনের পথে নামবো,এখন দেখার বিষয়, পুলিশ এই ব্যাপারে কি পদক্ষেপ নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here