নিজস্ব প্রতিনিধি : নিরাপত্তাকর্মীদের দিয়ে দেশর বিভিন্ন বিমানবন্দরে দেহ-তল্লাশি নিয়ে বিতর্কের অন্ত নেই। রক্ষীরা দেহে হাত বুলিয়ে তল্লাশি চালাবেন, এটা অনেক যাত্রীরই নাপসন্দ।
বিদেশের বহু বিমানবন্দরে এখন যন্ত্রের সাহায্যে দেহ-তল্লাশি হয়। ‘বডি স্ক্যানার’ নামে সেই যন্ত্র ভারতে এনে পরীক্ষামূলক ভাবে তল্লাশির কাজও শুরু করেছিল বিমান মন্ত্রক।
সূত্রের খবর, আগামী বছর থেকে ভারতের সব বিমানবন্দরে চালু হতে চলেছে ‘বডি স্ক্যানার।’ উন্নত স্ক্যানারের বৈশিষ্ট্যগুলো খুব শীঘ্রই প্রকাশ্যে আনবে দ্য ব্যুরো অব সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি । এই স্ক্যানার দিয়েই দেশের সমস্ত বিমানবন্দরে দেহ-তল্লাশির কাজ শুরু হবে।