lসুর্য চট্টোপাধ্যায়, নদীয়া:- গত রবিবার অর্থাৎ ১০ই মার্চ ২০১৯ ভারতের সপ্তদশ লোকসভার নির্ঘন্ট প্রকাশ করলো জাতীয় নির্বাচন কমিশন।

ঘোষণার ৪৮ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের শাসক দল তাঁদের ৪২টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে তবে আর কোনো দল তাঁদের প্রার্থী তালিকা ঘোষণা করে নি।

এই অবস্থায় আমাদের সূত্রের খবর অনুযায়ী পশ্চিমবঙ্গের ৪২ টি লোকসভা আসনের মধ্যে মোট ৩৩ টি বিজেপি-র সম্ভাব্য আসনের তালিকা এসে পৌঁছেছে। এক নজরে দেখে নেওয়া যাক সেই সম্ভাব্য তালিকাটি –

১) আলিপুরদুয়ার – মনোজ টিগগা,
২) জলপাইগুড়ি – ডঃ রণজিৎ কুমার বিশ্বাস
৩) দার্জিলিং – দেবজিৎ সরকার
৪) রায়গঞ্জ – আব্দুল করিম চৌধুরী
৫) মালদা উত্তর – জয়প্রকাশ মজুমদার
৬) জঙ্গীপুর – বিশ্বপ্রিয় রায়চৌধুরী
৭) বহরমপুর – হুমায়ুন কবীর
৮) মূর্শিদাবাদ – দেবশ্রী চৌধুরী
৯) কৃষ্ণনগর – সত্যব্রত মুখার্জী
১০) রানাঘাট – কে ডি বিশ্বাস
১১) বনগাঁ – শঙ্কর ঠাকুর
১২) দমদম – শমীক ভট্টাচার্য্য
১৩) বারাসাত – সায়ন্তন বসু
১৪) বসিরহাট – কাসেম আলি
১৫) মথুরাপুর – দিলীপ জ্যেঠুয়া
১৬) যাদবপুর – অমিতাভ রায়
১৭) কোলকাতা উত্তর – রাহুল সিনহা
১৮) কোলকাতা দক্ষিণ – চন্দ্র কুমার বসু
১৯) উলুবেড়িয়া – অনুপম মল্লিক
২০) হাওড়া – জয় বন্দোপাধ্যায়
২১) হুগলী – রাজকুমারী কেশরী
২২) আরামবাগ – ষষ্ঠী দুলে
২৩) তমলুঘ – অম্বুজ মোহান্তি
২৪) কাঁথি – প্রতাপ বন্দোপাধ্যায়
২৫) ঘাটাল – আনিসুর রহমান
২৬) ঝাড়গ্রাম – বিকাশ মুদি
২৭) মেদিনীপুর – দিলীপ ঘোষ
২৮)পুরুলিয়া – নরহরি মাহাতো
২৯) বর্ধমান পূর্ব – নিউটন মজুমদার
৩০) বর্ধমান-দুর্গাপুর – ডঃ সুভাষ সরকার
৩১) আসানসোল – বাবুল সুপ্রিয়
৩২) বীরভূম – লকেট চট্টোপাধ্যায়
৩৩) অর্জুন সিং – ব্যারাকপুর

গতকাল-ই ভাটপাড়া বিধায়ক তথা চেয়ারম্যান অর্জুন সিং তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগদান করেছেন। যোগদান করেই তোপ দেগেছেন তৃণমূল কংগ্রেস দলটার বিরুদ্ধে। বিজেপি থেকে এও দাবী করা হয়েছে যে, আরও অনেক নামীদামী অথবা হেভিওয়েট নেতানেত্রী বিজেপি-তে যোগদান করার জন্য অপেক্ষা করে আছেন। তৃণমূল দিশা খুঁজে পাবে না আর কয়েকদিন পর। বিজেপি-র এই দাবী কতটা যুক্তিযুক্ত সেদিকেও আমাদের নজর থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here