মদনমোহন সামন্ত, কলকাতা , 12 মার্চ 2019 : “এস এস সি যুব-ছাত্র অধিকার মঞ্চ”র ব্যানারে অপেক্ষমাণ তালিকা থেকে নিশ্চিত তালিকায় উত্তীর্ণ হতে চাওয়া প্রায় 400 জন পুরুষ-মহিলা শিক্ষক পদপ্রার্থীরা প্রেস ক্লাব পথে 12 দিন ধরে রিলে অনশন চালাচ্ছিলেন ।

তাঁদের মতে পদ্ধতিগত ত্রুটির কারণে তারা দুর্ভোগে পড়েছেন।

মাঝে উচ্চশিক্ষা মন্ত্রী ডঃ পার্থ চট্টোপাধ্যায় অনশনস্থলে এসে অনশন তুলে নিয়ে তারপর আলোচনায় বসতে বলেছিলেন।

তাঁদের প্রতিনিধিদলকে বিকাশ ভবনে ডেকে পাঠিয়েছিলেন পরবর্তী আলোচনার জন্য। নিষ্ফল সেই আলোচনার পরে এক প্রার্থীর দু’ মাসের গর্ভস্থ সন্তান “মিসক্যারেজ” হওয়া সহ অসুস্থ অবস্থায় বেশ কয়েকজনকে পি জি হাসপাতালে পাঠাতে হয়। তবুও নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যেতে বদ্ধপরিকর হবু শিক্ষকরা ।

সরকারের উপর চাপ বাড়াতে আজ মঙ্গলবার ত্রয়োদশ দিন থেকে সবাই মিলে একযোগে টানা অনশনের কঠিন সিদ্ধান্ত নিয়েছেন । গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অবস্থানে অনড় আন্দোলনকারী ছাত্রছাত্রীরা এদের প্রতি সহমর্মিতা জানাতে গিয়েছিলেন। আজ জটিল পরিস্থিতিতে পাশে দাঁড়ানোর জন্য এ পি ডি আর এর সদস্যরা হাজির হয়েছিলেন। এ পি ডি আর এর পক্ষ থেকে সহ-সম্পাদক আলতাফ আহমেদ দাবি জানিয়েছেন — রাজ্য সরকার হবু শিক্ষকদের দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করুক।

গণতান্ত্রিক আন্দোলনে সরকারের সহযোগিতা তাঁরা আশা করেন। রোদ-জল-ঝড়ে মাথার উপর আচ্ছাদনহীন , পানীয় জল এবং শৌচাগারহীন অবস্থায় অনশনকারীরা দিবারাত্র ওখানে থাকছেন । সেই কারণে অবিলম্বে এই সব জরুরী পরিষেবাগুলির ব্যবস্থা করুক সরকার ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here