নিজস্ব প্রতিবেদক : টেকনো ইন্ডিয়া গ্রুপ সম্মানের সাথে পালন করল ‘বিশ্ব নারী দিবস’।
এই উপলক্ষে তারা একটি আলোচনাসভার আয়োজন করে।এই আলোচনাসভায় উপস্থিত ছিলেন প্রখ্যাত পরিচালক-অভিনেত্রী ও সমাজসেবী শ্রীমতী ঊষা গাঙ্গুলি, বিশিষ্ট মনোবিদ ডঃ রিমা মুখার্জ্জী, বিশ্ববিখ্যাত সমাজ সংস্কারক নন্দিতা পালচৌধুরী ও দেব সাহিত্য কুটিরের প্রধান সম্পাদিকা শ্রীমতি রুপা মজুমদার।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয় ও তারপর একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এরপর আলোচনাচক্রে উপস্থিত সম্মাননীয় অতিথিদের বাসনের মাধ্যমে ফুটে ওঠে তাঁদের সংগ্রাম, তাঁদের চেতনাবোধ, কর্মক্ষমতা যা দিয়ে তাঁরা স্বকীয় ক্ষেত্রে প্রতিষ্ঠা পেয়েছেন ও সমাজের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
টেকনো ইন্ডিয়া গ্রুপের পক্ষ থেকে এদিন সংবর্ধিত করা হয় বাস্কেটবল খেলোয়াড় মধু কুমারকে যে কিশোরী ও যুবতীদের কাছে অনুপ্রেরনা।
সমগ্র অনুষ্ঠানটি সূচারুভাবে পরিচালনা করেন টেকনো ইন্ডিয়া গ্রুপের সহ-সভাপতি শ্রীমতি মানসী রায়চৌধুরী।
এদিন তিনি বলেন “যদিও প্রত্যেক বছর ৮ই মার্চ বিশ্ব নারী দিবস হিসাবে পালন করা হয়, তবু আমার মনে হয় প্রত্যেক দিনই নারী দিবস পালিত হওয়া উচিত কারন আমরা প্রত্যেকদিন নিজেদের নারী বলে অনুভব করি।
আমরা অসংখ্য চরিত্র চিত্রন করি কখনও মেয়ে, কখনও স্ত্রী তো কখনও মা এবং বর্তমান সময়ে নারীরা প্রত্যেক জায়গায় তাদের কাজের চিহ্ন রাখতে সক্ষম হচ্ছে এই কথা মাথায় রেখেই আমরা এই দিনটি বেছে নিয়েছি আমাদের নারীত্বকে কুর্নিশ জানাবার জন্য।
আমি এইরকম একটি অনুষ্ঠানকে পরিচালিত করতে পেরে খুবই গর্ব অনুভব করছি কারন এখানে যাঁরা রয়েছেন তাঁরা প্রত্যেকেই দৃষ্টান্ত স্থাপন করেছেন তাঁদের জীবনেও ও আমাদের সমাজ জীবনেও”।