সূর্য চট্টোপাধ্যায়, নদীয়া: এক পাওয়ারলুম কর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য নদীয়ার শান্তিপুরে।

শনিবার সকালে নদিয়ার শান্তিপুর থানার নবলা অঞ্চলের একটি আমবাগান থেকে সুমন আদ্য নামের ওই যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ।

সূত্রের খবর, নদীয়ার রানাঘাট থানার রামনগর ১ নম্বর এলাকার বাসিন্দা সুমন শুক্রবার সন্ধ্যায় বাড়িথেকে একটি মোটরবাইক নিয়ে বের হবার পর আর বাড়ী ফেরেননি।

সারারাত খোঁজা খুঁজির পর সকালে শান্তিপুর থানার পুলিশ নবলা অঞ্চলের এক আমবাগান থেকে ওই যুবকের দেহ উদ্ধার করে।  যুবকের পরিবারে খবর দেয় শান্তিপুর থানার পুলিশ। দেহ সনাক্ত করে পরিবার। মৃতের পরিবারের অভিযোগ,খুন করা হয়েছে সুমনকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here