নিজস্ব প্রতিনিধি :ডায়রিয়া আক্রান্ত ২০০ হাসপাতালে ভর্তি ১০০ জন । কলকাতায় আটজনকে পাঠানো হয়েছে । গ্রামে মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়েছে ।
নিজস্ব প্রতিনিধি: হাড়োয়ায় খাদ্যে বিষক্রিয়ায় ২০০ জন অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ১০০ জন। কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে ৮ জনকে ।
বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লক এর কাকুরিয়া গ্রামে রবিবার দুপুর বেলায় এক শ্রাদ্ধবাড়িতে মধ্যাহ্নভোজনে খাদ্যের বিষক্রিয়ায় আক্রান্ত হন ২০০ জন ।
দুপুরবেলা মেনুতে ডাল ,আলুর দম, চাঁদনী ও মাংস খেয়েছিলেন যাঁরা তাঁরাই অসুস্থ হয়েছেন। এই ঘটনার জেরে গ্রামে মেডিকেল টিম পাঠানো হয়। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই মহিলা, শিশু। পুরুষরা বমি, পেটের যন্ত্রণা নিয়ে ভর্তি হচ্ছেন ।