নিজস্ব প্রতিনিধি: প্রেমিকাকে প্রেমিক স্কুটি চালানো শেখাতে গিয়ে দূর্ঘটনায় মারা গেল প্রেমিক-প্রেমিকা দুজনেই।
দুই জনের নাম, অজয় ঘোষ, বয়স আঠেরো, ডলি দেবনাথ, বয়স ষোল।
ঘটনাটি ঘটে গতকাল রাত সাড়ে ন’টা নাগাদ কৃষ্ণনগরের কোতয়ালি থানার দোগাছি ইছাপুর এর জয়পুর গ্রামে ।
দু’জনের বাড়ি একই গ্রামে, স্কুটি চালাতে গিয়ে মেয়েটি সজোরে রাস্তার পাশে রেলিং এ ধাক্কা মারে। স্কুটির পিছনে ছিল অজয়।
দুইজনেই গুরতর আহত হয়। কৃষ্ণনগর জেলা হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।