নিজস্ব প্রতিবেদক :একটা-দুটো নয়, আসন্ন লোকসভা ভোটে দেশের ১৪টি রাজ্যে তৃণমূল প্রার্থী দেবে বলে ঘোষণা করলেন দলের রাজ্যসভার দলনেতা ও জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন।
এদিন ওডিশা সফরে ডেরেক অভিযোগ করেন, সংসদে বিজেপিকে সহযোগিতা করছে বিজেডি।
ব্রিগেডে বিরোধী সভায় বিজেডি কোনও প্রতিনিধি পাঠায়নি বলেও দাবি করেন তৃণমূল নেতা।
রবিবার ওড়িষ্যার ভুবনেশ্বরে যান ডেরেক ও ব্রায়েন৷ সেখানে সাংবাদিকদের সামনে এমনটাই জানান তিনি৷
আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেন, ‘আগামী লোকসভা ভোটে বিজেপি জিতবে না৷ তৃণমূল ভোটের জন্য প্রস্তুত৷ এবার দল ১৪টি রাজ্যে লড়বে৷ তার মধ্যে ওড়িষ্যাও আছে৷’ মমতার স্লোগান স্মরণ করিয়ে ডেরেক বলেন, ‘২০১৯ বিজেপি ফিনিশ৷’
কিছুদিন আগে ১৯ জানুয়ারি ব্রিগেডে মোদী বিরোধীদলগুলির মধ্যে ঐক্য তুলে ধরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই কথা টেনে ডেরেক বলেন, ‘১৯ জানুয়ারি একটা ঐতিহাসিক দিন৷ বিজেপি বিরোধী সব দল একই মঞ্চে এসে হাত মেলায়৷ সেই সঙ্গে বার্তাও দেয়৷
লোকসভার মতো কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত তারা’৷ ডেরেক এদিন জানান, ‘তৃণমূল রাজ্যের ৪২টি আসনে প্রার্থী দেবে৷ সেই সঙ্গে আরও ১৪টি রাজ্যে লড়াই করবে’৷