নিজস্ব প্রতিবেদক :বীরভূমের সাঁইথিয়া থানার উদ্যোগে সাঁইথিয়া ব্লকের পার্শ্ববর্তী সমস্ত গ্রামের ছেলে মেয়েদের নিয়ে শুরু হলো ম্যারাথন দৌড়।
গোটা রাজ্য জুড়ে মাননীয়া মুখ্যমন্ত্রীর উদ্যোগে সমাজকে নেশামুক্ত করা, সেফ ড্রাইভ সেফ লাইফ র্্যালি, বাল্য বিবাহ রোধের যে প্রচার চলছে, সেরকমই সহযোগিতার হাত বাড়াচ্ছে সাঁইথিয়া থানা।
থানার অাধিকারিক সংগ্রাম চৌধুরী নিজে দায়িত্ব নিয়ে পদক্ষেপ গ্রহন করে চলেছেন৷ তিনি আরোও জানান সমাজ থেকে পিছিয়ে পড়া যেসব প্রতিভা গুলি টাকার অভাবে ফুটে উঠতে পারে না সেই সকল ছাত্র-ছাত্রীদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।
অন্যদিকে সাঁইথিয়া পৌরসভার পৌরপিতা বিপ্লব দত্ত, সমাজসেবী পিনাকীলাল দত্ত, দেবাশীষ সাহা এনারাও সংগ্রাম বাবুর এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন এবং আগামীদিনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।