মদনমোহন সামন্ত, ৮ জুলাই, কলকাতা : ২০১৬ সালের ৩১ মার্চ বেলা তখন প্রায় সাড়ে বারোটা। হঠাৎই পথচলা মানুষজন, যানবাহনের উপর এক্কেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল পোস্তার নির্মীয়মাণ বিবেকানন্দ উড়ালপুল।

ভয়াবহ ওই দুর্ঘটনায় বাড়তে বাড়তে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ২৭, আহত হয়েছিলেন ৮০ জনেরও বেশি মানুষ । দাঁড়িয়ে থাকা পোস্তা উড়ালপুলের বিপজ্জনক অংশবিশেষ ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।

সিদ্ধান্ত মোতাবেক আজ সোমবার ৮ জুলাই রাত ৮ টা থেকে সেতুর ওই অংশবিশেষ ভেঙে ফেলার কাজ শুরু করার জন্য প্রস্তুতি সেরে ফেলেছে পুরসভা। বিপজ্জনক অংশটুকুই ভাঙা হবে বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে।

দুর্ঘটনার দিন কেউ অফিস যাচ্ছিলেন, কেউ বা যাচ্ছিল স্কুল কলেজে। আচমকাই মাথার উপর আকাশ থুড়ি সেতু ভেঙে পড়েছিল তাঁদের সকলের। চোখের নিমেষেই শেষ হয়ে গিয়েছিল অতগুলি তরতাজা প্রাণ।

ধ্বংসস্তূপ থেকে একের পর এক উদ্ধার করা হয়েছিল চিড়েচেপ্টে যাওয়া প্রাণহীন দেহ। ১ এপ্রিল ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় উড়ালপুলের নির্মাণ সংস্থা আইভিআরসিএল-এর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছিল। পুলিশ কলকাতায় পাঁচজন এবং হায়দরাবাদে দু’জন আইভিআরসিএল কর্মকর্তাকে আটক করে। কলকাতায় আইভিআরসিএল-এর স্থানীয় কার্যালয় সীল করে দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here