‘বেঙ্গল ওয়াচ ডেস্ক: সোমবার সন্ধ্যায় প্রেসক্লাব, কলকাতায় অনুষ্ঠিত হলো জমজমাট বসন্ত উৎসব। এই অনুষ্ঠানটির নাম দেয়া হয়েছিল ‘রাঙিয়ে দিয়ে যাও’। নাচে গানে এবং রঙিন আবিরে সত্যিই সকলে নিজেদের রাঙিয়ে নেন অংশগ্রহণকারীরা।
অনুষ্ঠানের শুরুতে সংগীত পরিবেশন করেন ঋতুপর্ণা রায় বন্দ্যোপাধ্যায়। শিল্পীর কন্ঠে তিনটি রবীন্দ্র সংগীত উপস্থিত সঙ্গীতপ্রেমীদের মনে যথেষ্ট ছাপ ফেলে দেয়। এছাড়া লতা মঙ্গেশকর এবং গীতা দত্তের দুটি কালজয়ী গান ‘আকাশ প্রদীপ জ্বলে’এবং’এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়’ঋতুপর্ণা অনুষ্ঠানে পরিবেশন করে যথেষ্ট প্রশংসা কুড়িয়ে নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সম্পাদক কিংশুক প্রামানিক, সহ-সভাপতি সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, কোষাধ্যক্ষ অরিজিৎ দত্ত এবং সহ-সম্পাদক নিতাই মালাকার। বিভিন্ন গানে নৃত্য পরিবেশন করে মন জয় করে নেন শিল্পীরা। এই অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু চট্টোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা এবং সঞ্চালনা করেন দেবযানী লাহা ঘোষ।