নিজস্ব প্রতিবেদক :কোচবিহার: পথ দুর্ঘটনার পরেই উত্তেজিত জনতা আগুন লাগিয়ে দিল পুলিশ নাকা পয়েন্টের একটি ঘরে।
আজ তুফানগঞ্জ থানার মারুগঞ্জ এলাকায় ওই ঘটনা ঘটেছে। পুলিশ ও দমকলের কর্মীদের ঘটনাস্থলে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে জানা গিয়েছে।এদিন বিকেলে কোচবিহার-তুফানগঞ্জ রোডের মারুগঞ্জ পুলিশ নাকা পয়েন্টের কাছে দুটি পণ্যবাহী ট্রাক, একটি অটো ও একটিটোটোকে ধাক্কা মেরে রাস্তার পাশে উল্টে যায়।
ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয়েছে। ৭ জন গুরুতর ভাবে আহত হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ওই ঘটনার পরেই উত্তেজিত জনতা পুলিশ নাকা পয়েন্টের একটি ঘরে আগুন লাগিয়ে দেয়। ভাঙচুর করা হয় পুলিশ বেরিকেট গুলো। ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকলের ইঞ্জিন সেখানে গেলে ঢুকতে দেওয়া হয় না বলে জানা গিয়েছে। ঘটনার জেরে কোচবিহার-তুফানগঞ্জ রোডে যানবাহন চলাচল বন্ধ হয়ে রয়েছে।