নিজস্ব প্রতিনিধি  : স্ত্রীর সঙ্গে সুখে সংসার করা লালুপ্রসাদের ছেলে তেজপ্রতাপের ভাগ্যে নেই। তাঁর সাথে বিবাহ বিচ্ছেদের ঘোষণার পর নিজের পরিবারেই কোণঠাসা হয়ে যান তিনি।

তাই নিজের ঘর খুঁজতে তিনি গেলেন আরজেডি’র রাজনৈতিক শত্রু বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কাছে।

ঘর খুজতে গিয়ে তিনি নীতীশকে বললেন, ‘চাচা মুঝে ঘর নেহি মিলেগা’?অর্থাৎ কাকা আমি কি ঘর পাবো না? ভাইপো তেজপ্রতাপের এই কাতর আর্তি কাকা ফেরাতে পারেননি।

তাই নীতীশ কুমার তাঁর ছেড়ে আসা বাসভবনটিতে তাঁকে থাকতে দেওয়ার ব্যবস্থা করে দেন। তবে এখানে থাকতে দেওয়ার আগে নীতিশ লালুপ্রসাদের সম্মতিও নিয়েছেন বলে খবর।

চলতি বছরের শুরুতেই তেজপ্রতাপ বলেছিলেন যে তিনি তাঁর বাড়িতে প্রবেশ নিষেধ বোর্ড টাঙিয়ে রাখবেন। এটা ছিল নীতীশ কুমারের জন্যই। কিন্তু তেজপ্রতাপ সদ্য স্ত্রী ঐশ্বর্য রাইয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরিকল্পনা করেন।

যা মেনে নিতে রাজি হয়নি লালু যাদবের পরিবার। তখন থেকেই কোণঠাসা তেজপ্রতাপ। এমনকী ঘরছাড়া হতে হয় তাঁকে। তাই ঘরছাড়া হয়ে গিয়ে যে শত্রুকে বাড়িতে আসতেই দেবেন না বলেছিলেন তাঁর কাছে গিয়েই হাত পাতলেন তিনি। কপালের ফের বোধ হয় একেই বলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here