নিজস্ব প্রতিনিধিঃ আসানসোলের BCCL বোড়িরা চাপতোড়ীয়া প্রজেক্টে কোলীয়ারিতে । 30 জন জমিমালিক ল্যান্ডলুজারস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চাপতোড়ীয়া খনির কাজ বন্ধ করে প্রতিবাদ দেখায় ।
গত 15 তারিখ থেকে খনির উত্তোলন ,পরিবহন সমস্ত কিছু বন্ধ করে এই প্রতিবাদ চলছে ।
জমি মালিকদের অভিযোগ কোলীয়ারি কতৃপক্ষ জমি নেওয়ার সময় তাদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেয়।
তখন কোলীয়ারি থেকে তাদের চাকরি দেওয়া হবে বলে মেডিক্যাল সহ চাকরির প্রক্রিয়া সম্পূর্ণ থাকলেও এখন কোলীয়ারি কতৃপক্ষ চাকরি না দেওয়াতে জমি মালিকরা এই আন্দোলনে সামিল হন এবং কাজ বন্ধ করে দেওয়া।