কোচবিহার:আজ কোচবিহারে পুন্ডিবাড়ি সোনার বাংলা যুব সংঘের পরিচালনায় উত্তর কালারায়ের কুঠিতে ১৬ তম ৮ টিমের নকআউট ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠিত হয়। এই ফুটবল খেলার আজ ফাইনাল হয়।
এই খেলারপুরস্কার বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় আর প্রধান অতিথি কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি আব্দুল জলিল আহমেদ কোচবিহার জেলা পর্ষদের সদস্য শ্রী পরিমল বর্মন ছাড়াও আরো অনেকে। চ্যাম্পিয়ন ও রানার্স টিমকে ট্রফি এবং চেক হাতে তুলে দেন।