নিজস্ব প্রতিনিধি: ফের ভাঙন গেরুয়া শিবিরে। শিবসেনা ধমক-চমকের ওপর রেখেছে। আপনা দল জোট ছেড়ে বেরিয়ে গেছে।
পাসোয়ানের দল সম-আসন বন্টন না করলে বেরিয়ে যাবে বলে হুমকি দিয়ে রেখেছে।
এবার বিজেপির ভাঙনটা এসে রাখল একেবারে ঘরের ভেতর। দল ছাড়ার ইঙ্গিত আগেই দিয়েছিলেন। এবার হাত চিহ্নের পতাকা নিয়ে কংগ্রেসে যোগ দিতে চলেছেন বিজেপি সাংসদ ও প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ।
বিহারের দ্বারভাঙা লোকসভা কেন্দ্রের পর পর তিন বারের বিজয়ী সাংসদ কীর্তি। আগামী ১৫ ফেব্রুয়ারি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর উপস্থিতিতেই তিনি কংগ্রেসে যোগ দেবেন ।