নিজস্ব প্রতিনিধি , কোচবিহার : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে কোচবিহার জেলার বামন পাডা( খুটামারা ) নদীর উপর ব্রিজের কাজের শুভ সূচনা হল।
অনুষ্ঠানে পৌরহিত্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আব্দুল জলিল আহমেদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
দীর্ঘদিন থেকে এলাকাবাসীর দাবি ছিল এই ব্রিজ ।বাম আমলের থেকেই তাঁরা বাঁশের চাংরার উপর দিক দিয়েই হাঁটাচলা করতে হত। মাঝেমধ্যেই ভেঙ্গে পড়তো এই বাঁশের তৈরি ব্রিজ । বর্ষার সময় অসুবিধায় পড়তে হয় স্কুলপড়ুয়া থেকে সাধারণ মানুষের।