নিজস্ব প্রতিনিধি : গতকাল বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত, সোঁজ গ্রামে, ইলেকট্রিক সটসার্কিট থেকে খড় বোঝায় গাড়িতে আগুন লেগে ভস্মীভূত হয় এক পিক্-আপ ভ্যান খড়।
গ্রামবাসীরা জানান ,ভ্যানটিতে প্রচুর পরিমাণে খড় চাপানো ছিল, তাই বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে আগুন লেগে যায় বলে মনে করা হচ্ছে।
ঘটনাস্থলে দীর্ঘক্ষন পর দমকলের একটি ইঞ্জিন আসে। দমকলের কর্মী ও গ্রামবাসীদের সহযোগিতয় আগুন নিয়ন্ত্রণে আনে।