গৌরনাথ চক্রবর্ত্তী,পূর্ব-বর্ধমানঃ ৬৪ তম পশ্চিমবঙ্গ রাজ্য অনূর্ধ্ব ১৯ বৎসর বালক বিভাগের ক্রিকেট চ্যাম্পিয়নশিপ হয়ে গেল নদীয়ার শান্তিপুরের সবুজ সংঘ ও মিউনিসিপালিটি হাইস্কুল মাঠে।
৯-১১ডিসেম্বর এই প্রতিযোগিতায় ১০টি জেলা অংশগ্রহন করে।চ্যাম্পিয়ন হয় নদীয়া জেলা।রার্নাস হয় পশ্চিম মেদনীপুর জেলা।
ফাইনালে নদীয়া জেলা প্রথমে ব্যাট করে ২০ওভারে ১৭৯ রান তোলে।জবাবে পশ্চিম মেদনীপুর সবকটি উইকেট হারিয়ে ১১৭ রান করতে সক্ষম হয়।৬২রানে নদীয়া জেলা জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়।তৃতীয় স্থান লাভ করে দক্ষিণ কলকাতা।
উপস্থিত ছিলেন নদীয়া জেলা শারীরশিক্ষা আধিকারিক গৌরাঙ্গ বিশ্বাস, স্ট্রেট অবজারভার নারায়ণ চন্দ্র বিশ্বাস, নির্বাচক হিসাবে উপস্থিত ছিলেন বর্ধমান জেলা থেকে সুরজিৎ চ্যাটার্জ্জী,হুগলী জেলা থেকে দেবাশিস সিংহ রায়,হাওড়া জেলা থেকে অনিন্দ্য সুন্দর ভট্টাচার্য সহ প্রমুখ।
এই খবরটি আমাদের জানান বর্ধমান জেলার নির্বাচক সুরজিৎ চ্যাটার্জ্জী।
সুরজিৎ চ্যাটার্জ্জী জানান,যারা বাংলা দলের সিলেকশন পেয়েছে তারা আগামী ১৯ডিসেম্বর জম্মুতে জাতীয় স্তরে বাংলা দলের হয়ে অংশগ্রহন করবে।