নিজস্ব প্রতিনিধি :মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর আয়োজিত খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির আয়োজিত বাদুলিয়া ফুটবল মাঠে দু দিন ব্যাপী শুরু হল খণ্ডঘোষ ব্লক ছাত্র – যুব উৎসব ২০১৮।
দুটো বিভাগে আয়োজিত হয় এই অনুষ্ঠান। ক এবং খ দুটি বিষয় ক বিভাগ ৫ থেকে অনূর্দ্ধ ১০।খ বিভাগ ১০ থেকে অনূর্দ্ধ ১৫।বিভিন্ন প্রতিযোগিতা থাকে এই অনুষ্ঠানে।
প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ তপন কুমার ঘোষ।উপস্থিত ছিলেন বিডিও কমলকান্তি তলাপাত্র। ব্লক যুব কল্যাণ আধিকারিক অর্পন ভৌমিক, জেলাপরিষদের দুই সদস্য অপার্থিব ইসলাম ও বিশ্বনাথ রায় , জেলা এম আই সি মহম্মদ সাদ্দাম হোসেন, পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত কুমার বাগদি ও সহ সভাপতি শ্যামল কুমার দত্ত।