নিজস্ব প্রতিনিধি: গতকাল রাতে হুগলীর আরামবাগ থেকে এন আই এ গ্রেফতার করে দুই উগ্রপন্থীকে । হাবিবুর ও কাদির দুজনেই অন্যতম ষড়যন্ত্রকারী খাগড়াগড় এর ঘটনার।
এরা দুজনেই নিজেদের পরিচয় গোপন করে হুগলির আরামবাগের কাছে একটি নির্মীয়মাণ বাড়িতে ডেরে বেঁধেছিল।
কারন এরা দুজনই অন্যতম অভিযুক্ত কৌসরের এর ঘনিষ্ট বলেই ন্যাশনাল ইন্টালিজেন্সি এজেন্সি (NIA) সূত্রের খবর। এখানে রাজমিস্ত্রির কাজ করত যাতে কারুর সন্দেহ না হয়। NIA এর ওয়ান্টেড লিষ্টে এদের নাম ছিল।
এরা দুজনেই নিজেদের পরিচয় গোপন করে হুগলির আরামবাগের কাছে একটি নির্মীয়মাণ বাড়িতে ডেরে বেঁধেছিল।
ধৃতদের ব্যাগ থেকে প্রচুর তার, কয়েকটা ঘড়ি, উচ্চ ক্ষমতা সমপন্ন ব্যাটারি পাওয়া গেছে বলেই NIA সূত্রে খবর।